নতুন বছর শুরুতেই প্রীতি ম্যাচে রিয়ালের জয়
মো:মাহিম মোগল,ঢাকা : নতুন বছর শুরুতেই কাতারে এক প্রীতি ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে ইব্রাহিমোভিচের সুইডেনকে হারিয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করেছিল পর্তুগাল।
নতুন বছরের শুরুতেও রোনালদোর কাছে হার মানতে হলো ইব্রাহিমোভিচকে। পার্থক্য শুধু এবারের পরাজয় ক্লাবের হয়ে।
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়ালের জয়ের নায়ক অবশ্য তাদের সবচেয়ে বড় তারকা নন। স্পেনের সফলতম দলের জয়সূচক গোলদাতা উদীয়মান ফরোয়ার্ড জেসে রদ্রিগেস।
১৯ মিনিটে আরেক ফরোয়ার্ড আলভারো মোরাতার ডিফেন্স-চেরা পাস ধরে গড়ানো শটে গোলটি করেন তিনি।
প্রীতি ম্যাচ হলেও দুদল অনেকগুলো সুযোগ তৈরি করেছিল। তবে খেলায় প্রাধান্য ছিল ফরাসী চ্যাম্পিয়ন পিএসজির। কিন্তু তারা কাঙ্খিত গোলের দেখা না পাওয়ায় জয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল।