জয় নিয়েই মাঠ ছাড়লেন নিউজিল্যান্ড
মো: মাহিম মোগল,ঢাকা: বৃষ্টিতে নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল স্টেডিয়ামের অভিষেক প্রায় ভেস্তে যেতে বসেছিল! কারণ, শনিবার সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি নামে নেলসনে। ফলে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার চতুর্থ ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়নি। নেলসনে নতুন ভেন্যুর অভিষেকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএফ মেথডে ৫৮ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রেকর্ড গড়া জয়ের পর নেলসনে অনেকটা সুস্থিরভাবে খেলেছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে সবার সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে কিউইরা। ওপেনার মার্টিন গাপটিলের ৮১ রান ছাড়াও পঞ্চশা ছুঁই ছুঁই তিনটি ইনিংস খেলেন জেসি রাইডার, কেন উইলিয়ামসন ও রস টেইলর। তারা যথাক্রমে ৪৭, ৪৭ ও ৪৯ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো দুটি উইকেট নেন।
কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের পরপরই বৃষ্টি নামলে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করা সম্ভব হয়নি ইনজুরি জর্জরিত উইন্ডিজের। ফলে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্যারিবীয়দের পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত হয় ৩৩ দশমিক ৪ ওভারে ১৯৩ রান। এর জবাবে পাঁচ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। যা ব্লাক ক্যাপসদের ছুঁড়ে দেয়া লক্ষ্যের থেকে ৫৮ রান কম। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও ল্যান্ডন সিমন্স উভয়েই যৌথভাবে দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩টি করে রান তোলেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও নাথান ম্যাককুলাম একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৮৫/৬ (গাপটিল ৮১, ব্রাভো ২/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৪ ওভারে ১৩৪/৫ (ব্রাভো ৪৩, উইলিয়ামসন ১/৩০)
ফল: ডিএলএফ মেথডে নিউজিল্যান্ড ৫৮ রানে জয়ী।