খালেদার উপদেষ্টা খন্দকার মাহবুব আটক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ২:৩৭:০৬ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা শেষে ফেরার পথে তিনি আটক হন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, খন্দকার মাহবুব সম্প্রতি বিরোধী দলের চলমান আন্দোলনে আইনজীবীদের সমন্বয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিএনপির প্রথম সারির প্রায় সব নেতা আড়ালে চলে গেলে দলের পক্ষে একাধিক সংবাদ সম্মেলনও করেন