সজীব নিটওয়্যারের পরিচালনা পর্ষদ উধাও!
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের কোম্পানির লিমিটেডের পরিচালকরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীদের দিকে না তাকিয়ে নিজেদের স্বার্থে এ কোম্পানির ৭ জন পরিচালক তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।
বর্তমানে এ কোম্পানি ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে রয়েছে। বস্ত্রখাতের সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস গতকাল ওটিসিতে এ কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা এসেছে বলে জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালক এম এ তালেব ৪ হাজার শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এছাড়া অন্যান্য পরিচালকদের মধ্যে এম এ হক ৭ হাজার শেয়ার, সুফিয়া খাতুন ১০ হাজার শেয়ার, সামিয়া আফরোজ ২০ হাজার শেয়ার, মো. শাখাওয়াত হোসেন ৪০ হাজার শেয়ার, সেলিনা আফরোজ ১ লাখ ২৫ হাজার শেয়ার এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ১ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ কোম্পানির মোট ৮ লাখ শেয়ার রয়েছে।
এর মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৪৭.৬৪ শতাংশ বা ৩ লাখ ৮১ হাজার ১২০টি। এর মধ্যে গতকাল সজীব নিটওয়্যারের ৭ পরিচালকের হাতে থাকা ৩ লাখ ৮১ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।
এ কোম্পানির মোট শেয়ারের ২৩.৩৫ শতাংশ বা ১ লাখ ৮৬ হাজার ৮০০টি রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২ লাখ ৩২ হাজার ৮০টি শেয়ার।
একাধিক ভুক্তভোগী বিনিয়োগকারীরা বলছেন, এ কোম্পানির পরিচালকরা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন। অথচ সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে এ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে আটকে আছেন।
পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে পরিচালকরা নিজেদের স্বার্থ হাসিল করেছেন। এখন আবার তাদের শেয়ার বিক্রি করে গা-ঢাকা দেয়ার পাঁয়তারা করছে। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।