রেড ক্রিসেন্ট কে ২ হাজার কম্বল দিল ইসলামী ব্যাংক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ৫:৩৯:৫৬ অপরাহ্ন
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই হাজার কম্বল প্রদান করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা: এম এস আকবর, এমপি সোসাইটির পক্ষে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম আব্দুল মালেক চৌধুরীর নিকট থেকে ৮ জানুয়ারি ২০১৪ বুধবার সোসাইটি চত্বরে এ কম্বল গ্রহণ করেন।
এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লতিফ উদ্দিন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক এ বছর প্রধান কার্যালয় ও শাখাসমূহের মাধ্যমে সারা দেশে দুই লক্ষ ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করছে।