খালেদা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেনি!
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃস্পতিবার মতবিনিময় করার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার রাত ৮টায় তার গুলশানের বাসভবনে এ মতবিনিময় হওয়ার কথা ছিল।
সে অনুযায়ী সাংবাদিকরা যথাসময়ে খালেদার বাসায় গিয়ে উপস্থিতও হন। খালেদা জিয়ার পক্ষ থেকে এক ঘণ্টা পরে জানানো হয়, তিনি কথা বলবেন না।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার রাত ৯টার দিকে এসে সাংবাদিকদের বলেন, ‘অনিবার্যকারণবশত আজকের মতবিনিময় সভাটি স্থগিত করা হয়েছে।’ এসময় তিনি দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, নবম সংসদের এই বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর তার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর দেয়া হয় ‘নিরাপত্তা ব্যারিকেড’।
সেই থেকে কার্যত অবর“দ্ধ ছিলেন তিনি। এসময় কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। বুধবার সকালে পুলিশের ‘নিরাপত্তা ব্যারিকেড’ তুলে নেয়ার পর রাতে সাংবাদিক নেতারা তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।