ঢাকা: মার্কিন সিনেটের খালেদা-হাসিনা_আমরিকাপররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেন্ডেজ বাংলাদেশের দুই প্রধান দলের প্রধানদের চিঠি দিয়েছেন।

১০ জানুয়ারি শুক্রবার প্রকাশিত ওই চিঠিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমান অচলাবস্থার নিরসনে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।

রাজপথে সংঘাত হানাহানি বন্ধ করে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে সংলাপ শুরু করার আহ্বানও জানিয়েছেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেন্ডেজ।

 
বাংলাদেশের প্রধান দুই দলের নেত্রীদের কাছে পাঠানো ঐ চিঠিতে তিনি বাংলাদেশের গার্মেন্টস খাতে শ্রমিকদের জীবন মান উন্নয়নের উপর গুরুত্বারোপও করেন।