নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নানা জল্পনা কল্পনার পর অবশেষে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। রবিবার বিকালে বঙ্গবভনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নতুন মন্ত্রিপরিষদের ১৭ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রীর নামের তালিকা পাওয়া গেছে। এছাড়া পূর্ণ মন্ত্রীদের নামও পাওয়া গেছে। তবে এগুলো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন- আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, নারায়ণ চন্দ্র , আসাদুজ্জামান নূর,
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, অ্যাডভোকেট আনিসুল ইসলাম, কামরুল ইসলাম, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, মুজিবুর রহমান চুন্নু, অধ্যক্ষ মতিউর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহম মোস্তফা কামাল প্রমুখ।
প্রসঙ্গত, গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ২৯২ আসনের মধ্যে দলটি পায় ২৩২ আসন।রাজনৈতিক সহিংসতার কারণে নির্বাচন হয়নি আটটি আসনে। ৮ জানুয়ারি নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।