অবশেষে এক মাস পর বাসায় ফিরলেন এরশাদ
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দীর্ঘ এক মাস পর বাসায় ফিরছেন ।
রোববার ৫টার দিকে তিনি গুলশানে তার বাসভবন প্রেসিডেন্ট পার্কের দিকে রওনা হয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
এদিকে ইতিমধ্যে এরশাদের বাসার সামনে র্যাবের একটি টিম হাজির হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বরত র্যাব-১ এর ডিএডি আব্দুল জলিল বলেন, ‘আমরা স্যারকে নিরাপত্তা দেয়ার জন্য এসেছি।’
এরমধ্যে এরশাদের বাসার সামনে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন। তবে শীর্ষস্থানীয় কাউকে দেখা যাচ্ছে না। বাসার সামনে নতুন কিছু পোস্টার ও ব্যানার চোখে পড়ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করা হয়। যদিও তিনি অসুস্থ কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। হাসপাতাল থেকে বঙ্গভবনে এসে তিনি গতকাল শনিবার শপথ নিয়ে আবার হাসপাতালে ফিরে যান এবং রোববার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানেও তিনি ছিলেন।