ফিঞ্চের শতকে অস্ট্রেলিয়ার জয়
রুহুল আমীন,ঢাকা: গৌরবের অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতেও হার দিয়ে সিরিজ শুরু করেছে সফরকারী ইংল্যান্ড। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরেছে ইংলিশরা।
টস জেতা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে। ৬২ রানে টপ অর্ডারের সেরা তিন ব্যাটসম্যানকে হারানোর পরও ইংলিশরা আড়াই’শ পার হয় গ্যারি ব্যালান্স, ইয়ান মরগান ও ইয়ান বাটলারের ব্যাটে।
তৃতীয় ওয়ানডে খেলতে নামা ব্যালান্স অ্যালিস্টার কুক বাহিনীর পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন। ৯৬ বল মোকাবেলা করে ছয় চারে ইনিংস সাজান তিনি। ৪৭ বলে ৫০ রান করেন মরগ্যান। ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেছেন বাটলার। অস্ট্রেলিয়ার ক্লিন্ট ম্যাককে ১০ ওভারে ৪৪ রান দিয়ে চারটি উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া টেস্টের পারফরম্যান্সটাকেই যেন টেনে এনেছে। দুর্দান্ত শতক হাঁকিয়েছেন দলটির ওপেনার অ্যারন ফিঞ্চ। ১২৮ বলে ১২১ রান করে অসিদের জয়ের ভিত্তি গড়ে দেন ফিঞ্চই। তাছাড়া দলটির আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার করেছেন ৬৫ রান।
ফলে শেন ওয়াটসনের শূন্য রানে আউট হওয়া দলটির জন্য কোন ধাক্কা হিসেবে আর্বিভূত হয়নি। শেষে গ্লেন ম্যাক্সওয়েল ও জর্জ বেইলি ‘দ্য ইয়োলো’দের জয়ের বাকি আনুষ্ঠানিকাটুকু সারেন। ফলে অস্ট্রেলিয়া ২৬ বল বাকি থাকতে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয়।
ইংল্যান্ডের ক্রিস্টোফার জর্ডান, টিম ব্রেসনান, বেন স্টোকস ও জো রুট একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৬৯/৭ (ব্যালান্স ৭৯, মরগান ৫০, বেল ৪১, ম্যাককে ৩/৪৪)।
অস্ট্রেলিয়া: ২৭০/৪ (ফিঞ্চ ১২১, ওয়ার্নার ৬৫, ক্লার্ক ৪৩, জর্ডান ১/৫০)।
ফল: অস্ট্রেলিয়া ছয় উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)।