কুড়িগ্রামে একই পরিবারের ৪ জন খুন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৫ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরের দিকে কোনো এক সময় উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলেভূরুঙ্গামারীর ওসি এ এইচ এম মাহফুজুর রহমান জানান।
নিহত চারজন হলেন- সুলতান মিয়া (৫৫), তার স্ত্রী হাজেরা (৪৬) এবং তাদের দুই নাতনি রোমানা (১৪) ও আনিকা (৭)।তাদের আরেক নাতনি মৌসুমীও হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।