ইসমত আরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৫ ৭:২৯:০০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় দফতর বদল হলো সরকারের এক প্রতিমন্ত্রীর।
বুধবার বিকালে মন্ত্রী পরিষদ সচিবালয়ের সূত্রে এ কথা জানা গেছে। তবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর স্থলে অন্য কাউকে নিয়োগের বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ইসমত আরা সাদেক সাবেক শিক্ষা মন্ত্রী মরহুম এ এইচ এস কে সাদেকের স্ত্রী এবং যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।