মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন
ঢাকা: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে আজ সকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সকাল ১০টায় শুরু হয়।
গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে নতুন এ সরকার গঠিত হয়। সভায় দশম জাতীয় সংসদের আগামী ২৯ জানুয়ারি ঘোষিত প্রথম অধিবেশেনের জন্য রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে।
এর আগে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এমন এক দিন মন্ত্রিসভার এ বৈঠক শুরু হলো যেদিন ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি ও গত পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের জন্য সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নতুন ব্রিফকেস, ফোল্ডার এবং বৈঠকের আলোচ্যসূচি পাঠানো হয়।৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি ২৯জন মন্ত্রী, ১৭জন প্রতিমন্ত্রী এবং ২জন উপ-মন্ত্রীকে নিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। পরদিন থেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীগণ সচিবালয়ে সংশ্লিষ্ট দফতরে অফিস করেছেন।