জয়পুরহাটে দুই শিশুসহ পাচারকারী গ্রেফতার
এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট: জয়পুরহাটে অপহরনের পর পাচারের উদ্দেশ্যে রাখা দুই মাদ্রাসা ছাত্রকে র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এক দিন পর শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চকগোপল গ্রাম থেকে উদ্বার করেছে।
এ সময় র্যাব সদস্যরা আনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে হাতে নাতে আটক করেছে। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র শামীম আলী (১৩) ও জামাল (৯) কে তাদের পরিবারের কাছে দুপুরে তুলে দেন র্যাব সদস্যরা।
তাদের বাড়ী ঠাকুরগাঁয়ের রাণীশৈংকল উপজেলার বারঘড়িয়া গ্রামে।
জয়পুহোট র্যাব ক্যাম্প কমান্ডার মেজর সাইফুল হক খান পিএসসি জানান, উদ্ধারকৃতরা নঁওগার ধামুরহাট উপজেলার আগড়াদিগুন মাদ্রাসার হেফজ কোরআনের ছাত্র।
মাদ্রাসা থেকে গ্রামের বাড়ী যাওয়ার জন্য জয়পুরহাট রেল ষ্টেশনে উপেক্ষা করার সময় ফুসলিয়ে তাদেরকে অপহরন করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয়। পাচারকারী আনোয়ার হোসেনের বাড়ী জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।