বাংলাদেশে এবার ঘোষিত হলো নারী ক্রিকেট দল
রুহুল আমীন, ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। মার্চে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য প্রথমে ৩০ সদস্যের দল। দুদিন আগে ঘোষণা করা হয়েছিল ৩০ সদস্যের পুরুষ দল।
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে পুরুষ বিভাগে ১৬ দল খেললেও নারী বিভাগে খেলবে দশটি দল। এতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
বাংলাদেশ প্রথম খেলবে ২৬ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, খেলাটি হবে ২৮ মার্চ। ৩০ মার্চ বাংলাদেশ মাঠে নামবে ভারতের বিপক্ষে। পহেলা এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
নারী দল: রুমানা আহমেদ, শাইলা শারমিন, লতা মণ্ডল, খাদিজা তুল কুবরা, সুলতানা ইয়াসমিন বৈশাখী, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, লিলি রাণী বিশ্বাস, রিতু মনি, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়শা রহমান, সাথিরা জাকির, ফাহিমা খাতুন, তাজিয়া আক্তার, তিথী রাণী সরকার, সানজিদা ইসলাম,
শারমিন আক্তার, আয়েশা আক্তার, সোহেলি আক্তার, শাহনাজ পারভিন, শামীমা সুলতানা, নাদিয়া আফরিন, ইয়ামিন রুপা, তমালিকা সুমনা, নিগার সুলতানা, সুবর্ণা ইসলাম, সাবিকুন নাহার, জান্নাতুল ফেরদৌসী।