সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া কঠিন পরীক্ষা: হাসিনা
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আ’লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই করা আমাদের জন্য কঠিন পরীক্ষা। সাধারণত একজন একজন করে ইন্টারভিউ নেওয়ার নিয়ম।
কিন্তু সংসদে মহিলা সংরক্ষিত আসন ৫০টি, আর প্রার্থী ৮২২ জন। এক মিনিট করে সাক্ষাৎকার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম। সবাইকে মনোনয়ন দিতে পারব না। তবে শীতের পিঠা খাওয়াতে পারব।’
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না, এটা অর্জন করে নিতে হয়। নারীদের কোথাও জায়গা ছিল না। আমরা প্রথম মহিলা স্পিকারসহ সব জায়গায় যেন আমাদের বোনদের জন্য স্থান থাকে, সেই ব্যবস্থা করে দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভাগে ৩৬টি সিট। আবেদন পেয়েছি ৮২২টি। আমি খুব আনন্দিত। সবাইকে তো আর খুশি করতে পারব না। উৎসাহ-উদ্দীপনা এটাই বড় কথা।’
সংরক্ষিত আসনে মহিলা সাংসদ নির্বাচনে মাত্র ৩৬ জনকে বেছে নিতে হবে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন, এটাই বড় অর্জন। রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যাঁর যাঁর এলাকায় গিয়ে কাজ করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সবাই যোগ্য ও অভিজ্ঞ। সবাই পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনে আরও অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে অথবা যোগ্যতার চেয়ে ব্যক্তিগত ‘প্রেফারেন্স’দিয়ে প্রার্থী নির্বাচন করব না। এমনভাবে মনোনয়ন দেওয়া হবে, যাতে সবাই নির্বাচনে জয়লাভ করতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, গওহর রিজভী, এইচ টি ইমাম প্রমুখ।