শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৬-০৩-০৭ ৩:৪৮:০৭ অপরাহ্ন
ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে শাহজালাল ইসলামী ব্যাংকের অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন- ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬