Screenshot_3-16নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে গত ১৬ মার্চ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত ছিল। এর আগে ১৩ মার্চ ও ১৪ এসব কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছে।

আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগামী ২৭ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা। আগামী ৩০ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।