ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে, কিন্তু প্রকৃত ধর্ম প্রচার হচ্ছেনা : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১০:৫৮:১৯ পূর্বাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা : ইসলাম কখনও নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা মূলত মুসলমানদের ক্ষতি করছে। মুসলমানদের জীবনকে কঠিন করে দিচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে, কিন্তু প্রকৃত ধর্ম প্রচার করা হয়নি। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ড। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে।