dseদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানির শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ছে। কোম্পানি ৩টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চোখে পড়ার মতো বিনিয়োগ করেছে। কোম্পানি ৩টি হলো: বিডি থাই এ্যালুমিনিয়াম, বেক্সিমকো লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তৈরি করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএসইর প্রতিবেদন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩৪১টি কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্চ মাসে ৩টি কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি কিনেছেন। কোম্পানি ৩টির মোট শেয়ারের ৫ শতাংশের বেশি শেয়ার তারা কিনেছেন। কোম্পানি ৩টির মধ্যে বিডি থাই এ্র্যালুমিনিয়ামের ৬.৪৭ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৬.১১ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫.৮২ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনেছেন।

বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড: ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে বিডি থাই এ্যালুমিনিয়ামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.১৮ শতাংশ। ৩১ মার্চ ২০১৮ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িযেছে ১৬.৬৫ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৬.৪৭ শতাংশ। অর্থাৎ এক মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ৭৪ লাখ ৬৬ হাজারের বেশি শেয়ার কিনেছেন্।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭৮ টাকা। গত অর্থছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৪৮ টাকা। গতবছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওইবছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ০.৭১ টাকা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই) হলো ২৫.৬৭।

বিডি থাই এ্যালুমিনিয়ামের পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকা। কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ১৪৯ কোটি ১৪ লাখ টাকা। এতে দেখা যায়, মূলধণের তুলনায় কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১.২৯ গুণ।

বেক্সিমকো লিমিটেড: ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে বেক্সিমকো লিমিটেডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৪০ শতাংশ। ৩১ মার্চ ২০১৮ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িযেছে ১৭.৫১ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৬.১১ শতাংশ। অর্থাৎ এক মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ৫ কোটি ৯ লাখের বেশি শেয়ার কিনেছেন্।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.০৯ টাকা। গত অর্থছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৮৭ টাকা। গতবছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যা্ংশ দিয়েছিল। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। ওইবছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১.২৯ টাকা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির মূল্য আয় অনুপাত হলো ২০.০৯।

বেক্সিমকো লিমিটেডের পরিশোধিত মূলধন ৮৩৪ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ৩৬ লাখ টাকা। এতে দেখা যায়, মূলধণের তুলনায় কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৬.২৩ গুণ। রিজার্ভের দিক থেকে পুঁজিবাজারে এটি অন্যতম শীর্ষ রিজার্ভের কোম্পানি।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে ইউনিয়ন ক্যাপিটালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৯৮ শতাংশ। ৩১ মার্চ ২০১৮ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িযেছে ২৪.৮০ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫.৮২ শতাংশ। অর্থাৎ এক মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ৯১ লাখের বেশি শেয়ার কিনেছেন্।

বিদায়ী অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৯ টাকা। চলতি অর্থছরের প্রথম প্রান্তিকের আয় এখনো প্রকাশ করেনি। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির মূল্য আয় অনুপাত হলো ১৪.৫৫।

ইউনিয়ন ক্যাপিটালের পরিশোধিত মূলধন ১ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৯৬ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ মূলধণের তুলনায় কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৬১ গুণ বা মূলধনের অর্ধেকের কিছুটা বেশি।