govtদেশ প্রতিক্ষণ, ঢাকা: ৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলীর সাজেশন প্রকাশ করা হলো:

১। যুক্তফ্রন্ট কৃষক-শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করে কবে?
(ক) ১৯৫৫ সালের ৬ এপ্রিল
(খ) ১৯৫৪ সালের ৩ এপ্রিল
(গ) ১৯৫৪ সালের ৪ এপ্রিল
(ঘ) ১৯৫৪ সালে ১৮ জুন
: (খ) ১৯৫৪ সালের ৩ এপ্রিল
২। সংবিধান দিবস পালিত হয় কবে?
(ক) ৭ মার্চ
(খ) ৪ নভেম্বর
(গ) ১৭ এপ্রিল
(ঘ) ২৬ মার্চ
: (খ) ৪ নভেম্বর

৩। যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
(ক) ৫৬ দিন
(খ) ১২০ দিন
(গ) ১১০ দিন
(ঘ) ৫৮ দিন
: (ক) ৫৬ দিন

৪। পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মাদ কতসালে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে?
(ক) ১৯৫৫ সালের ২৬ মার্চ
(খ) ১৯৫৪ সালের ৩০ মে
(গ) ১৯৫৪ সালের ৩ এপ্রিল
(ঘ) ১৯৫৮ সালে ৩০ মে
: (খ) ১৯৫৪ সালের ৩০ মে

৫। বিচারের উদ্দেশ্যে গঠিত এবং ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয়?
(ক) ১৯৬৮ সনের ৫ ডিসেম্বর
(খ) ১৯৬৮ সনের ২০ মার্চ
(গ) ১৯৬৮ সনের ১৯ জুন
(ঘ) ১৯৬৯ সালের ১৯ জুন
: (গ) ১৯৬৮ সনের ১৯ জুন

৬। বর্তমান (সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয় কত তারিখে?
(ক) ২৬ মার্চ
(খ) ২৩ ফেব্রুয়ারি
(গ) ২৪ জানুয়ারি
(ঘ) ১৯ জুন
: (খ) ২৩ ফেব্রুয়ারি

৭। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে ভোটারের সংখ্যা কত ছিল?
(ক) ৩ কোটি ২৪ লাখ
(খ) ৩ কোটি ২২ লাখ
(গ) ৪ কোটি ২৩ লাখ
(ঘ) ৫ কোটি ৬৪ লাখক
: (খ) ৩ কোটি ২২ লাখ

৮। ১৭ ডিসেম্বর ১৯৭০ সালের অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩০০টির মধ্যে কতটি-আসন আওয়ামী লীগ পায়?
(ক) ১৮৭ টি
(খ) ১৬৭ টি
(গ) ২৮৮ টি
(ঘ) ৩০০ টি
: (গ) ২৮৮ টি

৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কত তারিখে তমুদ্দিন মজলিশ নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে?
(ক) ৩সেপ্টেম্বর
(খ) ২ সেপ্টেম্বর
(গ) ১১ জুন
(ঘ) ১৩ জুন
: (খ) ২ সেপ্টেম্বর

১০। চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদটি কোন দুটী নদীর মধ্যবর্তী স্থানে অবস্হিত?
(ক) বালেশ্বর ও মেঘনা
(খ) ভাগিরথী ও গঙ্গা
(গ) মেঘনা ও গঙ্গা
(ঘ) গঙ্গা ও মেঘনা
: (ক) বালেশ্বর ও মেঘনা

১১। প্রাচীন যুগ বলা হয়ে থাকে কোন সময় কে?
(ক) খ্রিষ্টীয় পঞ্চম শতককে
(খ) খ্রিষ্টীয় তেরো শতকের পূর্ব পর্যন্ত সময়কে
(গ) খ্রিষ্টীয় পঞ্চম শতকের পূর্ব পর্যন্ত সময়কে
(ঘ) খ্রিষ্টীয় ষষ্ঠ শতকের পূর্ব পর্যন্ত সময়কে
: (খ) খ্রিষ্টীয় তেরো শতকের পূর্ব পর্যন্ত সময়কে

১২। বর্তমানে বাংলাদেশের গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
(ক) ১৬০৩ মাকিন ডলার
(খ) ১৬০২ মার্কিন ডলার
(গ) ১,৪৬৬ মার্কিন ডলার
(ঘ) ৩,১৯১ মার্কিন ডলার
: (খ) ১৬০২ মার্কিন ডলার

১৩। কমলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
(ক) টাঙ্গাইল
(খ) মৌলভীবাজার
(গ) লক্ষীপুর
(ঘ) কুষ্টিয়া
: (খ) মৌলভীবাজার
১৪। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কত সালে?
(ক) ১১ জানুয়ারী ১৯৭১
(খ) ১১ জানুয়ারী ১৯৭২
(গ) ১৪ এপ্রিল ১৯৭১
(ঘ) ১৫ জুন ১৯৭২
: (খ) ১১ জানুয়ারী ১৯৭২
১৫। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’ এর মূল ডিজাইনার কে?
(ক) সাবির সারওয়ার উপল
(খ) হাজ্জাজ কায়সার
(গ) হামিদুজ্জামান খান
(ঘ) মৃণাল হক
: (খ) হাজ্জাজ কায়সার
১৬। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে?
(ক) দ্বিতীয় ভাগে
(খ) চতুর্থ ভাগে
(গ) তৃতীয় ভাগে
(ঘ) নবম ভাগে
: (গ) তৃতীয় ভাগে

১৭। ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’-এই উক্তিটি কার?
(ক) এম ম্যাকাইভার
(খ) এরিস্টটলের
(গ) গার্নার
(ঘ) কোনটিই নয়
: (খ) এরিস্টটলের
১৮। রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি?
(ক) জনসমষ্টি
(খ) সরকার
(গ) নির্দিষ্ট ভূখন্ড
(ঘ) সার্বভৌমত্ব
: (খ) সরকার
১৯। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল?
(ক) যুক্তফ্রন্ট গঠন
(খ) ভাষা আন্দোলন
(গ) আগরতলা ষড়যন্ত্র মামলা
(ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
: (ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা

২০। বাংলাদেশে প্রথম রেডিক্যাস চালু করে কোন ব্যাংক?
(ক) জনতা ব্যাংক
(খ) বাংলাদেশ ব্যাংক
(গ) অগ্রণী ব্যাংক
(ঘ) ইসলামি ব্যাংক
: (ক) জনতা ব্যাংক

২১। বখতিয়ার খলজী বাংলার কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করেন?
(ক) হেমন্ত সেন
(খ) বিজয় সেন
(গ) বল্লাল সেন
(ঘ) লক্ষ্মণ সেন
: (ঘ) লক্ষ্মণ সেন
২২। কোন সুলতান ‘শাহ-ই-বাঙ্গালাহ’ উপাধি ধারণ করেন?
(ক) আলাউদ্দিন হুসেন শাহ
(খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(গ) ফখরুদ্দিন মুবারক শাহ
(ঘ) গিয়াসউদ্দিন আযম শাহ
: (খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ

২৩। বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
(ক) কুমিল্লা জেলার দাউদকান্দি
(খ) ঢাকা জেলার বারিধারা
(গ) যশোর জেলার ঝিকরগাছা
(ঘ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ
: (ঘ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ
২৪। সম্রাট বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কবে?
(ক) ১৫১৬ সালে
(খ) ১৫২৬ সালে
(গ) ১৫৩৬ সালে
(ঘ) ১৫৫৬ সালে
: (খ) ১৫২৬ সালে
২৫। মুঘল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি?
(ক) সাতগম্বুজ মসজিদ
(খ) লালবাগ শাহী মসজিদ
(গ) আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
(ঘ) চকবাজারের মসজিদ
: (গ) আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
২৬। ‘জিজিয়া’ কি?
(ক) বাণিজ্য কর
(খ) অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
(গ) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
(ঘ) উৎসুক কর
: (গ) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
২৭। ‘পরি বিবি’ কে ছিলেন?
(ক) আওরঙ্গজেবের কন্যা
(খ) শায়েস্তা খানের কন্যা
(গ) মুর্শিদকুলী খানের স্ত্রী
(ঘ) আজিমুসশানের মাতা
: (খ) শায়েস্তা খানের কন্যা

২৮। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
(ক) নবাব সিরাজউদ্দৌলা
(খ) সুবেদার ইসলাম খান
(গ) নবাব শায়েস্তা খান
(ঘ) নবাব মুর্শিদকুলী খান
: (ঘ) নবাব মুর্শিদকুলী খান
২৯। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হত?
(ক) পাল আমলে
(খ) মুঘল আমলে
(গ) সেন আমলে
(ঘ) ইংরেজ আমলে
: (খ) মুঘল আমলে
৩০। কত সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কৃত হয়?
(ক) ১৪৮৭ সালে
(খ) ১৪৯২ সালে
(গ) ১৪৯৮ সালে
(ঘ) ১৫০২ সালে
: (ক) ১৪৮৭ সালে
৩১। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন?
(ক) সম্রাট আকবরের আমলে
(খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
(গ) সম্রাট শাজাহানের আমলে
(ঘ) সম্রাট আলমগীরের আমলে
: (গ) সম্রাট শাজাহানের আমলে
৩২। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
(ক) ১৬৬০ সালে
(খ) ১৭৬৫ সালে
(গ) ১৭৯৩ সালে
(ঘ) ১৮২৯ সালে
: (খ) ১৭৬৫ সালে

৩৩। কোন গভর্নরের আমলে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ দেখা দেয়?
(ক) ওয়ারেন হেস্টিং
(খ) গগভর্নর কর্টিয়ার
(গ) লর্ড ক্লাইভ
(ঘ) কর্নওয়ালিস
: (খ) গগভর্নর কর্টিয়ার
৩৪। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
(ক) রিপন কমিশন
(খ) হান্টার কমিশন
(গ) নাথান কমিশন
(ঘ) লর্ড কমিশন
: (খ) হান্টার কমিশন
৩৫। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়?
(ক) ১৭৫৭ সালে
(খ) ১৮৫০ সালে
(গ) ১৮৫৭ সালে
(ঘ) ১৮৬৪ সালে
: (গ) ১৮৫৭ সালে
৩৬। সতীদাহ প্রথার বিরুদ্ধে কোন মনীষীর আন্দোলন পরিচালনার ফলে ব্রিটিশ সরকার ১৮২৯ সালে সতীদাহ প্রথা বিলোপ করে?
(ক) রাজা রামমোহন রায়
(খ) হাজী মুহাম্মদ মুহসীন
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
: (ক) রাজা রামমোহন রায়
৩৭। ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
(ক) হাজী শরীয়তুল্লাহ
(খ) তিতুমীর
(গ) দুদু মিয়া
(ঘ) নবাব সলিমুল্লাহ
: (গ) দুদু মিয়া

৩৮। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮৮০ সালে
(খ) ১৮৮৫ সালে
(গ) ১৮৯০ সালে
(ঘ) ১৮৯৫ সালে
: (খ) ১৮৮৫ সালে
৩৯। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় কবে?
(ক) ৫ ডিসেম্বর, ১৯১১
(খ) ১২ ডিসেম্বর, ১৯১১
(গ) ১৬ ডিসেম্বর, ১৯১১
(ঘ) ২০ ডিসেম্বর, ১৯১১
: (খ) ১২ ডিসেম্বর, ১৯১১
৪০। আইন শৃঙ্গলার বাহিনীর দায়মুক্তির কথা বলা আছে কত অনুচ্ছেদে?
(ক) ৪৬ অনুচ্ছেদে
(খ) ৪৭ অনুচ্ছেদে
(গ) ৪৫ অনুচ্ছেদে
(ঘ) ২৮ অনুচ্ছেদে
: (ক) ৪৬ অনুচ্ছেদে
৪১। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়?
(ক) ১৩ ফেব্রুয়ারি, ১৯৪০
(খ) ১৩ মার্চ, ১৯৪০
(গ) ২৩ মার্চ, ১৯৪০
(ঘ) ২৩ মার্চ, ১৯৪২
: (গ) ২৩ মার্চ, ১৯৪০

৪২। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
(ক) বাঙালি
(খ) আর্য
(গ) নিষাদ
(ঘ) আলপাইন
: (গ) নিষাদ
৪৩। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
(ক) গৌড়
(খ) সোনার গাঁ
(গ) জাহাঙ্গীরনগর
(ঘ) ঢাকা
: (ক) গৌড়
৪৪। প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি?
(ক) ভোলা
(খ) সন্দ্বীপ
(গ) বরিশাল
(ঘ) হাতিয়া
: (গ) বরিশাল
৪৫। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত প্রাচীন জনপদের নাম কি?
(ক) সমতট
(খ) বরেন্দ্রভূমি
(গ) হরিকেল
(ঘ) গৌড়
: (খ) বরেন্দ্রভূমি
৪৬। অধ্যাদেশ প্রনয়ন সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
(ক) ৯২ অনুচ্ছেদে
(খ) ৮৯ অনুচ্ছেদে
(গ) ৯১ অনুচ্ছেদে
(ঘ) ৯৩ অনুচ্ছেদে
: (ঘ) ৯৩ অনুচ্ছেদে

৪৭। নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়?
(ক) শিলাইদহ
(খ) মহাস্থানগড়
(গ) পাহাড়পুর
(ঘ) ময়নামতি
: (ক) শিলাইদহ
৪৮। নিচের কোন স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে?
(ক) সোনারগাঁ
(খ) উয়ারী-বটেশ্বর
(গ) চাকলাপুঞ্জি
(ঘ) কোটালিপাড়া
: (খ) উয়ারী-বটেশ্বর
৪৯। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?
(ক) হর্ষবর্ধন
(খ) শশাঙ্ক
(গ) গোপাল
(ঘ) লক্ষ্মণ সেন
: (খ) শশাঙ্ক
৫০। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
(ক) রামপাল
(খ) ধর্মপাল
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) আদিশূর
: (খ) ধর্মপাল