দেশ প্রতিক্ষণ, ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) লেনদেন বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেনের মধ্যদিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। দুই পুঁজিবাজারেই তিন দিন সূচকের উত্থান আর একদিন পতনের মধ্যদিয়ে গত সপ্তাহে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১০ দশমিক ৭০ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন বেড়েছে ২৮৪ কোটি ২৮ লাখ তিন হাজার টাকা।

ডিএসইর সূত্র মতে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৯১৩ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৬৩৮ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ৭৮ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০৩ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে এক হাজার ১৬৪ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ২৬৫ টাকা। যা শতাংশের হিসাবে ২৮ দশমিক ৫৬ শতাংশ কম।

গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ২২৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আর এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫১ টি কোম্পানির। এর মধ্যে দাম বেড়েছিল ১৫৫টির, কমেছিল ১৭৮টির আর অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পানির শেয়ারের দাম। আর বেশিরভাগ কোম্পানির শোয়ারের দাম কমায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৪৫ পয়েন্টে।

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ২৫ শতাংশ। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ।

মুন্নু সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- রংপুর ফাউন্ডারি, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, এস আলম কোল্ড রোল্ড ও রুপালী লাইফ ইন্স্যুরেন্স।

এদিকে সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭ লাখ ৭৬ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন হয়েছে । তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল, তৃতীয় স্থানে ফরচুন সু’জ, চতুর্থ স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। লেনদেনের তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, পেনিনসুলা চিটাগং, গ্রামীণ ফোন, লিগ্যাসি ফুটওয়্যার ও মুন্নু জুট স্টাফলার্স।

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮ দশমিক ২১ শতাংশ। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ০৭ শতাংশ। এশিয়া ইন্স্যুরেন্স লুজারের তৃতীয় স্থানে রয়েছে।

সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪ দশমিক ১০ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- বিডি অটোকারস, সমতা লেদার, গ্লোবাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১০৬ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৯১৮ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার ২৭৮ টাকা।

যা আগের সপ্তাহের চেয়ে ৩৩ কোটি টাকা কম হয়েছে। এ সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ২০০টি কোম্পানির আর অপরিবর্তিত রয়েছে ১৯ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে বেড়েছিল ১৪১টি কোম্পানির, কমেছিল ১৪৮টি কোম্পানির আর অপরিবর্তিত ছিল ১৫ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে আগের সপ্তাহের চেয়ে ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে।