দেশ প্রতিক্ষণ, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগে ইতিবাচক ধারা দেখা গেছে। স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তলানিতে নেমে এলেও বিদেশিদের নিট বিনিয়োগ বাড়তে দেখা গেছে। তারা বাজারে শেয়ার বিক্রির চেয়ে বেশি পরিমাণে কিনছে। বাজারের লেনদেন বিশ্লেষণ করে এমনটি জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয় হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।

চলতি মাসের (১-১৫ মার্চ) প্রথম পক্ষে গড় লেনদেন কমেছে ২৯ কোটি ৯০ লাখ টাকা সেখানে শেয়ারবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৭১ কোটি টাকা বা ২০ শতাংশ।

ডিএসইর তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ১৫ দিনে ১০ কার্যদিবস লেনদেন হয়েছে। এ ১০দিনে বিদেশীরা মোট ৪২৪ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন। এর আগের পক্ষে অর্থাৎ মার্চ মাসের শেষ ৯ দিনে বিদেশীরা মোট ৩৫২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার লেনদেন করেছিলো। সে হিসেবে দেখা যাচ্ছে আগের পক্ষের তুলনায় চলতি পক্ষে বিদেশীদের লেনদেন ৭১ কোটি ৬৪ লাখ ১০ টাকা বা ২০.৩০ শতাংশ বেড়েছে।

এমনকি গত বছরের তুলনায় বিদেশী লেনদেন বেড়েছে ৮১.৩৯ শতাংশ। ২০১৮ সালের ১-১৫ এপ্রিল মাসে বিদেশীরা মোট ২৩৩ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিলো। যা চলতি পক্ষের তুলনায় ১৯০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ৮১.৩৯ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে একাধিক মার্চেট ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বললে তারা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা খুবই সচেতন। বিদেশিরা সব সময় ঝামেলা এড়িয়ে চলেন। বাজারে বিনিয়োগের আগে তারা অনেক দিক বিশ্লেষণ করে বিনিয়োগ করেন। সুযোগের অপেক্ষায় থাকেন। আকর্ষণীয় মূল্যে তারা শেয়ার ক্রয় করেন। আবার বিক্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করেন। কয়েক মাস ধরে বাংলাদেশের পুঁজিবাজারে পর্যবেক্ষণের পর বিনিয়োগ বাড়াতে শুরু করেছে বিদেশি বিভিন্ন কো