দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্যামেলিয়া ডানকান ইউনাইটেড ইন্স্যুরেন্সের মোট ৪ লাখ ৩১ হাজার ৫৩৯টি শেয়ার বেচবে। অর্থাৎ কোম্পানিটি তার কাছে থাকা সব শেয়ার বেচবে। এর আগে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ৩ লাখ শেয়ার বিক্রি করছে। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের কাছে কোম্পানির মোট ৫২ লাখ ৩১ হাজার ৫৩৯ টি শেয়ার ছিল।

উল্লেখ্য, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৪৪.৭৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৭.২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.৯৮ শতাংশ শেয়ার আছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৫ পয়সা।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ইউনাইটেড ইন্স্যুরেন্স। তার আগে ২০১৬ হিসাব বছরের জন্যও ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ইউনাইটেড ইন্স্যুরেন্স।