দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট এক কোটি ৯১লাখ ৮৩হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৩৭লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৫০ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৭০ লাখ টাকা। গ্রামীণফোন লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ১৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৩৬লাখ টাকা।

যমুনা ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২৯ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫০ লাখটাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, এমটিবি প্রাইম ফিন্যান্স, রেকিট বেনকিজার, রূপালী ব্যাংক, এম.এল ডাইং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ফাইন ফুডস, মুন্নু জুট স্ট্যাফলার্স,

ওয়াইম্যাক্স, প্রাইম ব্যাংক, সায়হাম টেক্সটাইল, ডরিন পাওয়ার, এসিআই, ইনটেক, জেএমআই সিরিঞ্জ, ড্যাফোডিল কম্পিউটার্স, ব্রাক ব্যাংক, এস্কয়ার নিট, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, সিমটেক্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, ইবিএল, আইএফআইসি, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও এস.এস স্টিল লিমিটেড।