দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শেয়ার। কোম্পানিটির মোট ৯ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির ২ কোটি ১৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আমান ফিড ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, বিবিএস কেবলস ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার, বিজিআইসি ৫২ লাখ, ইস্টার্ন হাউজিং ১০ লাখ ৯৬ হাজার, জেনেক্স ইনফোসিস ২৩ লাখ ৮৯ হাজার, রেনেটা ১১ লাখ ৮৪ হাজার, রেনউইক যজ্ঞেশর ৬ লাখ ৪০ হাজার এবং স্কয়ার ফার্মা ১ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।