দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলের বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার কমিশনের ৬৯০তম নিয়মিত সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে এইচআর টেক্সটাইল। ৭ বছর মেয়াদে অবসায়ন যোগ্য করপোরেট বন্ড ছাড়বে কোম্পানিটি। বন্ডের মুনাফা হবে ফিক্সড রেট পদ্ধতিতে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। আর এই টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন বাড়াতে মূলধনী বিনিয়োগ এবং ঋণ পরিশোধে খরচ করবে।