দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহান্তে টপ গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৯ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৮ কোটি ১ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ২০০ টাকা।

বিডি অটোকারস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১২ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কেটি ২ লাখ ৬২ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং, নূরানি ডায়িং, গ্লোবাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স।