দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৩ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ৬৩ লাখ ১২ হাজার ১২১টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকার আরএন স্পিনিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।

এছাড়া এশিয়া ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৬১ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২৭ লাখ টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ লাখ ১২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৯ লাখ ৭০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ লাখ ১২ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১৬ লাখ ১২ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৩ হাজার টাকার, প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩ হাজার টাকার, সিঙ্গার বিডির ১৪ লাখ ৪২ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ১৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।