দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২আর:১ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করবে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ২৫ আগষ্ট, বেলা ১১টায়, কেআইবিসি অডিটরিয়াম, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি), সাউথ ব্লক, লেভেল#বি-১, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করা হবে।