দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লভ্যাংশ ঘোষনার না করায় বিনিয়োগকারীরা ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়েছে।

ফলে এ কোম্পানির পরিচালকদের শাস্তির দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। কারন বীমা খাতের অধিকাংশ কোম্পানি বছর শেষে লভ্যাংশ দিলেও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিভিডেন্ড থেকে বঞ্চিত করছে।

অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায় । কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থান ও তারিখ পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর।