দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গত আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে। আলোচ্য মাসে উদ্যোক্তাদের শেয়ার বিক্রি কমায় এ খাতের রাজস্ব আদায়ে বেশি ভাটা পড়েছে। ফলে পুরো রাজস্ব আাদায়ে এর প্রভাব পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত আগস্ট মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৬৩৯ টাকা। আগের মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছিল ১৯ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৩৪১ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে প্রায় ১১ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ২১৬ টাকা। গত মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ৯২ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা।

জুলাই মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছিল ১০ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৩৪১ টাকা। এক মাসের ব্যবধানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় ৯ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৭৬ টাকা।

এদিকে, আগস্ট মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৮৭৪ টাকা। জুলাই মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার ৫১৪ টাকা। এ খাতের রাজস্ব আদায় মাসের ব্যবধানে কমেছে ১ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৬৪০ টাকা।