দেশ প্রতিক্ষণ, ঢাকা: কিছু জটিলতার কারণে এশিয়া অঞ্চলে গ্রামীণফোন ও রবির একীভূত হওয়ার প্রক্রিয়া ভেস্তে গেছে। শুক্রবার এক বিবৃতিতে টেলিনর এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য গ্রামীণফোন ও রবির মাদার প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা গত মে মাসে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মূলত তখন থেকেই প্রতিষ্ঠান দুটি এশিয়ার ৯ দেশে নিজেদের ব্যবসাকে এক করতে আলোচনা শুরু করে।

বিবৃতিতে টেলিনর জানিয়েছে, চার মাস আগে একীভূত হওয়ার যে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেটি ভেস্তে গেছে কিছু জটিলতার’ কারণে। একীভূত হওয়ার সেই প্রস্তাবে টেলিনরের হাতে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার এবং আজিয়াটার দখলে ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার থাকার কথা হয়েছিল।

টেলিনরের কর্মকর্তা মার্ক ক্লার্কের তথ্য মতে, এশিয়ার ৯ দেশে টেলিনর ও আজিয়াটার অন্তত ৩০ কোটি গ্রাহক রয়েছে। এখানে সমন্বয় খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও প্রতিষ্ঠান দুটির বাজার রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ায়।