ডিএসইর বাংলা ওয়েবসাইট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন
দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাংলা ওয়েবসাইট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। অথচ ৬ বছর আগে বাংলা ওয়েবসাইট চালুর আগে বলা হয়েছিল, এই ওয়েবসাইট চালুর মাধ্যমে ডিএসই নতুন যুগে পদার্পণ করল। কিন্তু চালুর কিছুদিন পর থেকেই এই নিয়ে বিনিয়োগকারীদের হতাশা বাড়তে থাকে। বিনিয়োগকারীদের চাহিদামতো পর্যাপ্ত তথ্য সরবরাহ না করার কারণেই মাতৃভাষায় বিনিয়োগকারীরা ওয়েবসাইট ব্যবহার করতে পারছে না। এর আগে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ারাবাজরে তথ্য সহজলভ্য ও সহজবোধ্য করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা হয়। মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে বড় অঙ্গীকার নিয়ে চালু করা সেই ওয়েবসাইট আজও উপেক্ষিত। ওয়েবসাইটটিতে কোম্পানি সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যসংবেদনশীল তথ্য আজও চালু করা হয়নি।
বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানির বিষয়ে মূল্যসংবেদনশীল তথ্য, যা ডিএসইর ইংলিশ ভার্সনে টুডেজ নিউজে প্রকাশিত হলেও বাংলায় তা প্রকাশ করা হয় না। অথচ এই তথ্যগুলোই বিনিয়োগে সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। ডিএসইর বাংলা ওয়েবসাইটে আজকের নিউজ ক্যাটাগরিতে অনেক নিউজ বাংলায় প্রকাশ করার মতো থাকলেও তা কখনও করা হয় না। যেহেতু বাংলায় অনুসন্ধান করেও ইংরেজীতে তথ্য পাওয়া যায় তাই বিনিয়োগকারীরা বাংলায় তা আর কাজে লাগান না। মূলত বাংলার প্রতি অবহেলার কারণেই এমনটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা গেছে, ডিএসইর বাংলা ওয়েবসাইটের এই বেহাল দশায় পাঠক অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। বিনিয়োগকারীদের মতে, মূল্য সংবেদনশীল তথ্যসহ সব তথ্য বাংলায় প্রকাশ করা হলে বিনিয়োগকারীদের বুঝতে সহজ হতো। কিন্তু কখনও এসব তথ্য ডিএসইর বাংলা ওয়েবসাইটে পাওয়া যায় না। এই অবস্থার কারণে বাংলা ওয়েবসাইটটি দেখা হয় না।
জানা গেছে, গত ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি ডিএসইর তৎকালীন সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বাংলা ওয়েবসাইটটি উদ্বোধন করেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে ডিএসইর বাংলা ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা ডিএসইর সব তথ্য বাংলায় পড়তে পারবেন। কিন্তু সেই অঙ্গীকার আজও চাপা কান্নায় অবরুদ্ধ।
বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের প্রাণের দাবি হিসেবে বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এটি আর কাজে আসছে না। এতে বোঝা যায় মোবাইল এ্যাপসের মতো বাংলা ওয়েবসাইটও কোন পরিকল্পনা ছাড়া ডিএসই চালু করেছে। এটি জনপ্রিয় করতে চাইলে ইংরেজী ওয়েবসাইটের যেসব তথ্য রয়েছে সেগুলো হুবহু বাংলায় প্রকাশিত হতো।