নো ডিভিডেন্ড ঘোষণা দিয়ে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কর্পোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে প্রাইম ইন্স্যুরেন্সের মোট ৩৭ লাখ ৫৪ হাজার ৬টা শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (রহ ঃযব ইষড়পশ গধৎশবঃ) শেয়ার বিক্রয় সম্পন্ন করবে বলে জানিয়েছে।
এর আগে রোববার ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাববছরে মুনাফায় থাকলেও “নো” ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্সুরেন্স লিমিটেড। নেতিবাচক ঘোষণার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওইদিন কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ হারিয়েছে ৫.৭০ টাকা বা ২২ শতাংশ। এরই ধারাবাহিকতায় রোববার দিনশেষে কোম্পানিটির ২০.২০ টাকায় নেমে এসেছে। বিগত ১ বছরে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ২৯ টাকা থেকে সর্বনিম্ন ১৫ টাকায় লেনদেন হয়েছে।