রেনেটার তৃতীয় প্রান্তিকে মুনাফায় চমক
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। আজ শনিবার (১৩জুন) রেনেটার পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনার পর তা অনুমোদন করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন…….
সপ্তাহজুড়ে ব্লকে মার্কেটে ৩ কোম্পানির চমক, লেনদেন ১০০ কোটি টাকা
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৯ টাকা ৩৪ পয়সা। এদিকে কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,২০-মার্চ,২০) আয় করেছে ১২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ০৯ টাকা ৩১ পয়সা।
আরও পড়ুন…….
পুঁজিবাজার দরপতনের কারন কি, বিশ্লেষণ দরকার: অর্থমন্ত্রী
সপ্তাহজুড়ে আতঙ্কের পুঁজিবাজারে ফিরল ৬৭৮ কোটি টাকা
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৮ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩৪ টাকা ৭৬ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩৩ টাকা ২৩ পয়সা।
আরও পড়ুন…….