ব্লক মার্কেটে ৫ কোম্পানির লেনদেনের চমক
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে চার কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৪ লাখ ২৩ হাজার টাকার।পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকার।
এছাড়া স্কয়ার ফার্মার ২ কোটি ৩১ লক্ষ টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ২ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৫২ লাখ ৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ৩৩ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ টাকার, রিজেন্ট টেক্সটাইলের ১ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকার, রেনাটার ১ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৯৩ লাখ টাকার, সালভো কেমিক্যালের ৮৬ লাখ ১০ হাজার টাকার,
সন্ধানী ইন্সুরেন্সের ৭৩ লাখ ১৭ হাজার টাকার, ডমিনেজের ৭০ লাখ টাকার, ই-জেনারেশনের ৬৫ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬৪ লাখ ৫১ হাজার টাকার, জিপিএস ফাইন্যান্সের ৬১ লাখ ২০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৯ লাখ ৯ হাজার টাকার, বেক্সিমকোর ৫৭ লাখ টাকার, ঢাকা ডাইংয়ের ৫৪ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৪৫ লাখ ৬০ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৪১ লাখ ৮০ হাজার টাকার,
আরএকে সিরামিকের ৪১ লাখ ৩১ হাজার টাকার, সোনালী পেপারের ৩৩ লাখ ৮৫ হাজার টাকার, মোজাফ্ফর হোসেনের ৩৩ লাখ ৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৯ লাখ ৯৪ হাজার টাকার, আরডি ফুডের ২৬ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন লুবরিকেন্টসের ২৫ লাখ ৮৩ হাজার টাকার, পূরবী জেনারেলের ২৫ লাখ ৫০ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ২৪ লাখ ৫০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ২২ লাখ ৭২ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ১৯ লাখ ৯৯ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৯ লাখ ৬০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯ লাখ ৩২ হাজার টাকার,
ন্যাশনাল ফিড মিলের ১৭ লাখ ৭১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৭ লাখ ২৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৪ লাখ ৪৩ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ১০ হাজার টাকার, নাহী অ্যালুমিনিয়ামের ১৩ লাখ ৪৬ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ১৭ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১২ লাখ ২৮ হাজার টাকার, দেশ গ্রামের ১১ লাখ ৯০ হাজার টাকার,
ইফাদ অটোর ১১ লাখ ৬৬ হাজার টাকার, নূরানীর ১১ লাখ টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১০ লাখ ২১ হাজার টাকার, পপুলার লাইফের ৯ লাখ ১৭ হাজার টাকার, অ্যাডভেন্টের ৮ লাখ ৪০ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ৭ লাখ ৭২ হাজার টাকার, ফার্মাএইডের ৭ লাখ ৬৮ হাজার টাকার, এমআই সিমেন্টের ৭ লাখ ৪১ হাজার টাকার, এ্যাপেক্স ফুডের ৭ লাখ টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬ লাখ ৫৪ হাজার টাকার,
আইসিবির ৬ লাখ ৪০ হাজার টাকার, একমি ল্যাবের ৬ লাখ ১৭ হাজার টাকার, এসিআইর ৬ লাখ ১০ হাজার টাকার, কর্ণফুলীর ৬ লাখ ৩ হাজার টাকার, আমান কটনের ৬ লাখ টাকার, ইন্টার্নেশনাল লিজিংয়ের ৫ লাখ ৮২ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ৫ লাখ ৬৭ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৫ লাখ ৪৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৩৯ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।