পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২১-১০-০৭ ১০:৪৪:১০ পূর্বাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। খবর ডন
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে।
পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রদেশের হরনাই জেলা। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। প্রাথমিক খবরে জানিয়েছে, কোয়েটা, সিব্বি, পিশিন, মুসলিম বাগ, জিয়ারত, কিল্লা আবদুল্লাহ, সানজভি, ঝোব এবং চামানে কম্পন অনুভূত হয়েছে।