ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতিতে আস্থা ফিরছে ইইউর পুঁজিবাজারে

দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিথিলতায় ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) পুঁজিবাজারে বিনিয়োগকারিদের আস্থা ফিরছে। বাজারে লেনদেন ও সূচক উর্ধমুখি রয়েছে। শুক্রবার (১ এপ্রিল) থেকে পুঁজিবাজারে এ ধারা চলমান রয়েছে বলে জানায় সিএনবিসি।
দরপতনের পর বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ এ্যাডভার্টাইজিং কোম্পানির শেয়ারদর আগের চেয়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে তালিকাভুক্ত আরেক কোম্পানি সোডেক্সোর শেয়ারদর উর্ধমুখি থেকে ৯ শতাংশ কমেছে।
ইউরোপের পুঁজিবাজারের প্রধান সম্পদ ব্যবস্থাপক রোনাল্ড সিএনবিসিকে বলেন, গত দু’মাসের (ফেব্রুয়ারি ও মার্চ) মতো ভয়াবহ শোচনীয় অবস্থা ২০০০ সালের আগে পুঁজিবাজারে এমনটা হয় নি। তবে পুঁজিবাজারের এমন ধরাশায়ী অবস্থা থাকার পরেও ফ্রান্সের ব্যাংক-ব্যবসায়িদের কাছে বেশ লাভজনক মনে হয়ছিল।
তিনি মনে করেন, ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এমন অনিশ্চিত পরিবেশ আবার স্বাভাবিক হয়ে আসবে। তিনি এও বিশ্বাস করেন যে, বিনিয়োগকারীরা পুনরায় বাজারে ফিরে আসবে।