ভোলার চরফ্যাশনে আমিরাতের নাবিকহীন জাহাজ ভাসছে
দেশ প্রতিক্ষণ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের চর নিজাম এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় বৃহস্পতিবার বিকেল থেকে ভাসছে ‘আলকুবতান’ নামে একটি নাবিকবিহীন জাহাজ। সেটি শুক্রবার সকালে নিয়ন্ত্রণে নিয়েছে কোস্টগার্ড।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য পাথর নিয়ে যাচ্ছিল জাহাজটি। তবে এটি ভোলায় কীভাবে গেল, এর নাবিক ও অন্য ক্রুরা কোথায়- তা এখনও জানা যায়নি।
কোস্টগার্ড কর্মকর্তা শাফিউল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা খবর পেয়েছি। কিন্তু সাগর উত্তাল থাকায় সেখানে কোস্টগার্ড রাতে যেতে পারেনি। সকালে ৯ সদস্যর একটি টিম পাঠানো হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ডের সদস্যরা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়েছেন।’
চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের বিছিন্ন দ্বীপ চর নিজামের পূর্ব পাশে বৃহস্পতিবার দুপুরে নাবিকবিহীন পাথরবোঝাই জাহাজটি ভাসতে দেখেন স্থানীয়রা। জাহাজটিতে পাথর ছাড়াও একটি ভেকু, একটি পাথর ভাঙার মেশিন ও আরও কিছু সরঞ্জামাদি আছে।
ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘জাহাজটি ভাসতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। বৈরী আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হয়নি। কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সেখানে আছে।’
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ‘আলকুবতান লেখা জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সারজার একটি কোম্পানির। বৃহস্পতিবার বিকেলে সাগর থেকে ভাসতে ভাসতে চর নিজামের দিকে চলে আসে এটি।’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জাহাজটিতে বিপুল পরিমাণ পাথর, ভেকু মেশিন আছে। আমাদের পুলিশ ও কোস্টগার্ডের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে কথা বলেছি, যাতে জাহাজের কোনো মালামাল লুট না হয়।’