বীমা খাতের ১৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হিড়িক
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫৪ প্রতিষ্ঠানের মধ্যে আগস্ট মাসে ৩৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ বেড়েছে। এর মধ্যে তাদের পছন্দের তালিকায় ছিল ১৩ বীমার শেয়ার। যেগুলোতে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে শেয়ার ধারণ বেড়েছে ১ শতাংশেরও বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, যে ১৩ কোম্পানিতে আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, সেগুলো হলো—মেঘনা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে, প্রভাতী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। জুলাই মাসে এই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮ দশমিক ৫১ শতাংশ, যা আগস্ট মাসে ১০ দশমিক ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৯ শতাংশে। এরপর দেশ জেনারেল ইন্স্যুরেন্সে জুলাই মাসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৫ দশমিক ৪৯ শতাংশ থেকে ৩ দশমিক ৮১ শতাংশ বেড়ে আগস্ট মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে,
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জুলাই মাসের ২৩ দশমিক ১০ শতাংশ থেকে আগস্ট মাসে ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭১ শতাংশে, প্রভাতী ইন্স্যুরেন্সের জুলাই মাসের ১৪ দশমিক ১৯ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৩ শতাংশে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের জুলাই মাসের ৫ দশমিক ৫৯ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২০ শতাংশে, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের জুলাই মাসের ১৪ দশমিক ৬ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশে এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের জুলাই মাসের ২৭ দশমিক ২৫ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশে।
অন্যগুলোর মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সে জুলাই মাসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জুলাই মাসের ২২ দশমিক ১৭ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪০ শতাংশে।
পিপলস ইন্স্যুরেন্সের জুলাই মাসের ১২ দশমিক ৭২ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৩ শতাংশে, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জুলাই মাসের ৩৬ দশমিক ৭৮ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৯৫ শতাংশে, ইউনিয়ন ইন্স্যুরেন্সের জুলাই মাসের ৪ দশমিক ৬৫ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশে, রূপালী ইন্স্যুরেন্সের জুলাই মাসের ১১ দশমিক ৯৪ শতাংশ থেকে আগস্ট মাসে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৯ শতাংশে।
এ ছাড়া আগস্ট মাসে এশিয়া ইন্স্যুরেন্সের প্রাতিষ্ঠানিক বেড়েছে শূন্য দশমিক ৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৮৭ শতাংশ। নিটল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৮১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৭৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৬৫ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সে শূন্য দশমিক ৬৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৬৪ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৫৫ শতাংশ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৫২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দশমিক ৫১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৫১ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৪৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৪৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৪১ শতাংশ।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৪১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৩৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৩৩ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ২৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দশমিক ২৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ২৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ২০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দশমিক ৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শূন্য দশমিক ৪ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের দশমিক ৩ শতাংশ।
অন্যদিকে, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বীমা খাতের ১৩ কোম্পানি শেয়ারে এবং অপরিবর্তিত রয়েছে চারটিতে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে সান লাইফ ইন্স্যুরেন্সে ৩ দশমিক ৯৯ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে ৩ দশমিক ২৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সে ১ দশমিক ৭৩ শতাংশ।