বিশ্বকাপে লিওনেল মেসির বিশ্ব রেকর্ড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: ৯২ বছরের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের সব পর্বে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের এক আসরে গ্রুপপর্ব, রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করে এই রেকর্ড গড়েন সাতবারের বর্ষসেরা ফুটবলার।
এর আগে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলার রেকর্ড গড়েছেন তিনি। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এ পর্যন্ত বিশ্বকাপের ২৫ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নেমে বিশ্বকাপের সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন তিনি। এ ক্ষেত্রে পেছনে ফেলেছেন জার্মানির বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড।
ফাইনালের আগে বিশ্বকাপে মেসি খেলেছিলেন সর্বমোট ২১৯৪ মিনিট। সময়ের হিসাবে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। ২২১৭ মিনিট খেলে শীর্ষে ছিলেন ইতালির সাবেক অধিনায়ক পাওলো মালদিনি। ফাইনালে ২৪ মিনিট খেলে শীর্ষে উঠে যান আর্জেন্টাইন প্রাণভোমরা।