দেশ প্রতিক্ষণ, ঢাকা: কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবার। তবে বিএনপির এই নেতার সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী। আজ বুধবার এই অভিযোগ করেন তিনি।

আরজুমান আরা আইভী বলেন, ‘আমি কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও তারা ফোন ধরছেন না। আজ (বুধবার) কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি, রিজভীর সঙ্গেও দেখা করতে দেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বলেন, ‘রিজভী সাহেব ভালো আছেন। তাকে চিকিৎসকরা দেখাশোনা করছেন। আপনি চলে যান।’

তিনি আরও বলেন, ‘রুহুল কবির রিজভী সাহেবের গুরুতর কিছু হলে চিকিৎসার জন্য তাকে কারাগারের বাইরে নেওয়া হবে। তবে তাকে খাবার দেওয়া হয়েছে কিনা, কিংবা স্যালাইন চলেছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ডেপুটি জেলার আমিনুর রহমান।’

এর আগে রুহুল কবির রিজভীকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গতকাল মঙ্গলবার রাতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি, কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত দুদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ।

আমরা জানতে পেরেছি, তিনি বর্তমানে কারা হাসপাতালে দুদিন ধরে চিকিৎসাধীন আছেন এবং কোনো খাবার খেতে পারছেন না। রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী আমাদের জানিয়েছেন, তিনিও এ বিষয়ে বারবার যোগাযোগ করেও কোনো কিছু জানতে পারছেন না।’