দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১১ বারে ৮ লাখ ৩ হাজার ৩৮৬ টি শেয়ার লেনদেন করে।

যার বাজার মূল্য ৪ কোটি ৬৯ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৬ বারে ২১ হাজার ২৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৮৮ বারে ১৯ লাখ ৪৭ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা সিমেন্ট মিলসের ৬.৬৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫.৩০ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ শেয়ারদর কমেছে।