দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৫৭ বারে ৯৩ লাখ ৪০ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ । কোম্পানিটি ৬৯ বারে ৯ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৭৫ বারে ১৫ লাখ ২৭ হাজার ১৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: নর্দান জুটের ৮.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫১ শতাংশ, নর্দান জুটের ৭.৭৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৮.০৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৭.৪৮ শতাংশ, আইটি কনসালটান্টসের ৬.৮৭ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৬.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।