দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২২ বারে ২৭ লাখ ১০ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ ।

কোম্পানিটি ৭ হাজার ১৩৭ বারে ৬৯ লাখ ২৩ হাজার ৪৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কর্ণফূলী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৪৬ বারে ৩৭ লাখ ১৯ হাজার ৪৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২২লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৩৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.১২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৭৬ শতাংশ বেড়েছে।