দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি গত সোমবার তিন বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে। তবে ডিভিডেন্ড দিয়েও দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৬২ বারে ৩০ লাখ ৩৩ হাজার ৭৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৪৬৩ বারে ৩৬ লাখ ২৯ হাজার ৮৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৫০ বারে ৮ লাখ ৯৯ হাজার ৫৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৭৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৫০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.১৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৪.১৩ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৬২ শতাংশ এবং সী পার্লের শেয়ার দর ২.৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।