দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে অনুমোদন দিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  জানা গেছে, মেঘনা পেট্রোলিয়ামে মো. টিপু সুলতানকে (চলতি দায়িত্ব) এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা গত ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৯ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮।

এর মধ্যে ৫৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এছাড়া ৩৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৭ দশমিক ৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।