দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক কমেছে ১৯.৭৩ পয়েন্ট। পুঁজিবাজারের এমন পতনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিন মেগা কোম্পানি।
কোম্পানি তিনটি হলো: ইউনিক হোটেল, এমারেল্ড অয়েল এবং সী পার্ল রিসোর্ট। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে আজ ইউনিক হোটেলের শেয়ারদর কমেছে ৪.৫৪ শতাংশ। এরই ফলে আজ সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.৪৪ পয়েন্ট।