দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩২ বারে ৩৯ লাখ ৬৩ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ । কোম্পানিটি ৬ হাজার ৭৯৬ বারে ৬৬ লাখ ৯২ হাজার ৩২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৮৮০ বারে ২৩ লাখ ৪৯ হাজার ৫৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৪৭ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৭১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৩৫ শতাংশ এবং এমবি ফার্মার শেয়ার দর ৬.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।